ফায়ারফক্সের ১০০ টিপস

31/03/2011 17:18

ফায়ারফক্সের ১০০ টিপস

সব গুলই নেট থেকে নেয়া
ফায়ারফক্সে কিছু মজা করার জন্য এড্রেসবারে নিচের তথ্যগুলো লিখুন এবং এন্টার করুন।
1. About:robots লিখুন, রোবট সম্পর্কে কিছু তথ্য পাবেন।
2. About:mozilla লিখলে মজিলা সম্পর্কে তথ্য পাবেন।
3. chrome://browser/content/browser.xul লিখলে ফায়ারফক্সের ভিতরে আরেকটি ফায়ারফক্স আসবে।
4. About:credits লিখলে জানতে পারবেন ফায়ারফক্সে কাদের অবদান আছে।
১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করতে চান?
লোকেশন বারে (যেখানে ওয়ের সাইটের ঠিকানা লেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।
২) সেশন রি-স্টোর বন্ধ করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লিখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লিখলে বন্ধ হয়ে যাবে।
৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করতে চাইলেঃ
সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লিখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে নেয়া যাবে।
লিখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)
৫) ভাইরাস স্ক্যান বন্ধ করতেঃ
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা ব্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।
লেখতে হবে: browser.download.manager.scanWhenDone
ডিফল্ট: TrueFalse
পরিবর্তন: False (বন্ধ হবে)
৬) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্যাবে Close বাটন থাকে। এর ফলে অনেকের কাজ করতে অসুবিধা হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লিখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে
৭) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লিখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)
৮)মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার
(উইন্ডোজে ব্যাবহারকরীদের জন্য) ফায়ারফক্স মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে তখন ফিজিকাল মেমরীতে চাপ কমবে। প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করবে। এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউতের ডান বাটন ক্লিক করে New >> Boolean সিলেক্ট করুন।
নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True

৯) ফায়ারফক্সের গতি বাড়ান
লেখতে হবে: network.http.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.pipelining.maxrequests
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর
লিখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96
লিখতে হবে: network.http.max-connections-per-server
ডিফল্ট: 15
পরিবর্তন: 32
১০) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো
যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে।ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানে যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।
ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লিখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে
১১) সকল ক্ষেত্রে একই জুম লেভেল
ফায়ারফক্সে ওয়েবপেজ গুলা জুম করে দেখা যায়। সব পেজই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন।
লিখতে হবে: browser.zoom.siteSpecific
ডিফল্ট: True
পরিবর্তন: False (সব ওয়েবসাইটের সমান জুম প্রিফারেন্স)
১২)জুম লিমিট সেট করা
এখন যে ভাবে জুম হচ্ছে তা যদি আপনার পছন্দ না হয় তবে তা পরিবর্তন করতে পারবেন।
লেখতে হবে: zoom.maxPercent
ডিফল্ট: 300(পার্সেন্ট)
পরিবর্তন: 300 থেকে বড় কোন নম্বর
লিখতে হবে: zoom.minPercent
ডিফল্ট: 30(পার্সেন্ট)

১৩) অফলাইন ক্যাশ বাড়ানো
সাধারন ভাবে ফায়ারফক্স সর্বচ্চ 500MB অফলাইন ক্যাশ হিসাবে ব্যাবহার করে। কারও প্রয়োজন হলে এটি বাড়ানো বা কমানো যাবে।
কনফগ: browser.cache.offline.capacity
ডিফল্ট: 512000(কিলোবাইট)
পরিবর্তন: 512000 থেকে বড় কোন নম্বর দিলেক্যাশ বাড়বে
১৪) ফায়ারফক্স-৩ এর বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট করা
ফায়ারফক্স-৩ places.sqlite ফাইলে বুকমার্ক ব্যাকআপ রাখে। কিন্তু bookmarks.html এ সেভ করলে এক্সপোর্ট করা বা অন্য ব্রাউজারের সাথে সিনকোনাইজ করতে সাহায্য করে।
কনফিগ: browser.bookmarks.autoExportHTML
ডিফল্ট: False
পরিবর্তন: True(বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট হবে)
১৫) অ্যাডঅন ইনস্টলের সময় ডিলে টাইম বন্ধ করা
প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে এই ডিলে বন্ধ করা যায়।
কনফিগ: security.dialog_enable_delay
ডিফল্ট: 2000(msec)
পরিবর্তন:
0- সাথেসাথে ইনস্টল শুরু হবে
অন্য যে কোন নম্বর(msec)
১৬) সোর্স পছন্দের এডিটরে ওপেন করা
কোন ওয়েব পেজ এর সোর্স দেখি ফায়ারফক্সের নতুন একটি উইন্ডোতে। কিন্তু এটি আপনার পছন্দের এডটরে ওপেন করা যাবে।
কনফিগ: view_source.editor.external
ডিফল্ট: False
পরিবর্তন: True
কনফিগ: view_source.editor.path
ডিফল্ট: blank
পরিবর্তন: এডিটরের ফাইল পাথ
১৭) ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড
ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড হয়ে যায়। কিন্তু কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে।
কনফিগ: browser.fullscreen.autohide
ডিফল্ট: True (সবসময় অটোহাইড)
পরিবর্তন: False (সবসময় টুলবার থাকবে)
১৮) Add-on সার্চ রেজাল্ট বাড়ানো
Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে কেবল ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়।
কনফিগ: extensions.getAddons.maxResults
ডিফল্ট: 5
পরিবর্তন: 5 এর থেকে বড় যে কোন নম্বর।

ফায়ারফক্সের ১০০ টিপস পাঠ ৩

লিনাক্সের কিছু শর্ট টিপস

০১। নির্দিষ্ট টেক্সট খুজেন যে কোন ফাইলে
নির্দিষ্ট কোন টেক্সট লিখা আছে এমন ফাইল খুজে পেতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
find | xargs grep "aplus.net"

aplus.net টেক্সট লিখা আছে এমন ফাইল খুজে করবে।

০২। নির্দিষ্ট ফোল্ডারে ফাইলের সংখ্যা ?
কোন ফোল্ডারে কতটি ফাইল আছে তার সংখ্যা জানতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
ls *.rpm | wc -l

ls * | wc -l

প্রথম কমান্ড rpm ফাইলের সংখ্যা দেখাবে,পরের কমান্ড সবধরনের ফাইলের সংখ্যা দেখাবে

০৩। ডাউনলোড করেন পুরো ওয়েবসাইট
wget ব্যবহার করে কোন সাইটের সব কনটেন্ট ডাউনলোড করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
wget -crpUL https://www.xxx.com

এক্ষেত্রে ঐ সাইটে রিকারসিবলি ডাউনলোড করার পারমিশান থাকতে হবে অন্যথায় শুধুমাত্র ইনডেক্স ফাইল ডাউনলোড হবে।
নোট: যদি কোন কারনে আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়/লিংক ভেঙে যায়, সেক্ষেত্রে -c অপশান Resume -এর কাজ করবে এবং ফাইলের যতটুকু Download হয়েছে তারপরে থেকে Download শুরু করবে। wget দিয়ে অনেক বড় বড় software নামাতে পারবেন। ফাইল করাপ্ট হওয়ার সম্ভাবনা নেই।
wget -c https://dag.wieers.com/rpm/packages/amsn ... f.i386.rpm



০৪। kill করুন FTP process
eth0 -দিয়ে বহির্গামি সকল ftp ট্রাফিক বন্ধ করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
tcpkill -i eth0 port 21


কোন নির্দিষ্ট আইপি থেকে আসা সকল পাকেট বন্ধ করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
tcpkill host 192.168.1.2
or
tcpkill host xxx.com


192.168.1.2 হতে শুরু করে সব আইপি -এর সকল প্যাকেট বন্ধ করতে, কিন্তু 192.168.1.111 ছাড়া টার্মিনালে নিচের মত করে লিখুন
tcpkill ip host 192.168.1.2 and not 192.168.1.111


০৫। মেইল করেন টার্মিনাল / কমান্ড লাইন থেকে
টার্মিনাল / কমান্ড লাইন হতে মেইল করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
$ mail somewhere@domain.com
Subject: Hello
Hai,
How are you? Hope so you are fine.

Take care
Babai
.
Cc:

মেইল পাঠাতে . টাইপ করতে হবে।

০৬। প্রটেক্ট করেন আপনার ওয়েবের আডমিন ফোল্ডার
অনেক সময় ওয়েবমাস্টারদেরকে admin ফোল্ডার প্রটেক্ট করতে হয়। আপনি চাইলেই এপাচি ওয়েবসার্ভারের যেকোন ফোল্ডার প্রটেক্ট করতে পারবেন .htaccess ফাইলের সাহায্য। কোন ইউজার ওখানে প্রবেশ করতে চাইলে পাসওয়ার্ড চাইবে।
প্রথমে যে ওয়েব ফোল্ডার প্রটেক্ট করতে চান ওখানে যান .htaccess তৈরী করতে নিচের মত করে লিখুন।
$touch .htaccess
$vi .htaccess

নিম্নোক্ত লাইন লিখুন।
AuthUserFile /(path of your .htpasswd file)/.htpasswd
AuthGroupFile /dev/null
AuthName "Required password"
AuthType Basic


require valid-user


সেইভ করে বেরিয়ে আসুন।
$htpasswd -c .htpasswd username

পাসওয়ার্ড চাইবে কনফার্ম করেন।
ব্রাউজার থেকে ঐ ফোল্ডার/লিংক ব্রাউজ করেন পাসওয়ার্ড চাইবে, আপনার নির্ধারিন ইউজার নেইম পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারবেননা। চাইলে আরও কাউকে প্রবেশাধিকার দিতে পারেন
$htpasswd .htpasswd username2
htpasswd .htpasswd username3

এখন আর -c অপশন দরকার নাই এটা শুধুমাত্র প্রথমবার .htpasswd ফাইল তৈরী করতে লাগে।

০৭। সোরস আর পি এম ইনস্টলেশান
অনেক সময় আপনার ডিস্ট্রোর জন্য উপযোক্ত RPM package নাও পেতে পারেন। এ ক্ষেত্রে আপনি সোর্স RPM থেকে আপনার ডিস্ট্রোর জন্য উপযোক্ত RPM package তৈরী করে নিতে পারেন।

সোর্স RPM (clamav-0.83-1.src.rpm) থেকে .RPM (clamav-0.83-1.rpm) বিল্ড করতে আপনার হোম ডাইরেক্টরিতে নিম্নোক্ত ডাইরেক্টরি তৈরী করেন (নরমাল ইউজার হিসাবে)। রুট হলে দরকার নাই। নরমাল ইউজার হিসাবে করাটাই অধিকতর নিরাপদ।
mkdir rpmbuild
mkdir rpmbuild/BUILD
mkdir rpmbuild/RPMS
mkdir rpmbuild/RPMS/athlon
mkdir rpmbuild/RPMS/i386
mkdir rpmbuild/RPMS/i486
mkdir rpmbuild/RPMS/i586
mkdir rpmbuild/RPMS/i686
mkdir rpmbuild/RPMS/noarch
mkdir rpmbuild/SOURCES
mkdir rpmbuild/SPECS
mkdir rpmbuild/SRPMS

এবার .rpmmacros নামে একট ফাইল তৈরী করেন আপনার হোম ডাইরেক্টরিতে (খেয়াল করেন . আছে )। ফাইলের ভিতর লিখুন
%_topdir /home/username/rpmbuild

আপনি এখন Source RPM থেকে RPM তৈরী।
Source RPM থেকে ইনস্টল করতে টার্মিনালে নিচের মত করে লিখুন
rpmbuild --rebuild clamav-0.83-1.src.rpm

দেখুন rpmbuild/RPMS/i386/ ওখানে আপনার বিল্ড করা RPM তৈরী।
উল্লেখ্য রুট হিসাবে বিল্ড করলে উপরোক্ত ডাইরেক্টরিগুলো এবং .rpmmacros তৈরী করতে হবেনা। কিন্তু এক্ষেত্রে আপনার বিল্ড করা RPM পাবেন /usr/src/redhat/RPMS/i386/।

০৮। ইনস্টল না করেই ডাউনলোড করেন yum/apt-get install
এ টিপসটি Centos, RHEL, Fedora ব্যবহারকারিদের জন্য, আপনি চাইলে yum ব্যব হার করে আপনার পছন্দের প্যাকেজ ইনস্টল না করে ডাউনলোড করে রেখে দিতে পারেন, ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের ডাইরেক্টরিতে।এজন্য আপনার থাকতে হবে downloadonly plugin । এটি না থাকলে ইনস্টল করে নিন।টার্মিনালে নিচের মত করে লিখুন।
yum install yum-downloadonly -y

ইনস্টল না করে শুধুমাত্র ডাউনলোড করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
yum install -y --downloadonly

এক্ষেত্রে আপনার ডাউনলোড করা সফটওয়ার পাবেন /var/cache/yum/ ডাইরেক্টরিতে।
আপনার পছন্দের লোকেশানে ডাউনলোড করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
yum install httpd -y --downloadonly --downloaddir=/আপনার পছন্দের লোকেসান পাথ


একাধিক PC থাকলে বারবার ডাউনলোড করতে হবেনা এটা কপি করে চালিয়ে নিতে পারেন।
Ubuntu, Debian -এ কাজ করার কথা এক্ষেত্রে ইনস্টল থাকতে হবে download-only প্লাগইন।
apt-get install download-only

এরপর
apt-get -d install mc

পাবেন /var/cache/apt/archives

০৯। লিনাক্সের Run সর্টকাট
নতুনদের জন্য । উইন্ডোজে তাড়াতাড়ি কোন প্রোগ্রাম রান করানোর জন্য স্টার্ট মেনুতে গিয়ে Run -এ ক্লিক করে (প্রোগ্রাম নেইম লিখে)OK করলেই শেষ। লিনাক্সে এ সুবিধাটা ভোগ করতে হলে Alt+F2 চাপুন প্রদর্শিত বক্সে প্রোগ্রাম নেইম লিখে Run -এ ক্লিক করেন।
ফায়ারফক্স রান করতে লিখুন firefox
DIctionary রান করতে লিখুন gnome-dictionary
Calculator রান করতে লিখুন gcalctool

১০। লিনাক্সে সোর্স ফাইল ইনস্টল
আমরা অনেকেই সোর্স থেকে সফটওয়ার ইনস্টল করাটা পছন্দ করিনা না কারন অনেক অন্য সফটওয়ার dependencies arise করে। বিভিন্ন এরর ম্যাসেজ আসে। এক্ষেত্রে সবচেয়ে জ্ঞানীর কাজ হচ্ছে extract করার পরে, খেয়াল করবেন ফোল্ডারের ভিতর README বা INSTALL এরকম টেক্সট ফাইল আছে, এগুলো অপেন করে পড়ে নেয়া। কি করে ইনস্টল করতে হবে তা ওখানে লিখা থাকে। মাঝেমধ্যে কিছু পার্থক্য থাকে না হলে প্রায় একই প্রক্রিয়া।
আনটার করতে টার্মিনালে নিচের মত করে লিখুন।
tar -zxvf filename.tar.gz যদি ফাইল .gz এক্সটেনসান থাকে।
tar -jxvf filename.bz2 যদি ফাইল .bz2 এক্সটেনসান থাকে।
unzip filename.zip যদি ফাইল .zip এক্সটেনসান থাকে।

এবার README বা INSTALL ফাইলটি পড়ে ফেলুন আর ইনস্ট্রাকসান ফলো করুন। সাধারনত নিচের মত কাজ করতে হয়।
টার্মিনালে নিচের মত করে লিখুন।
./configure

আপনার দেয়া অপশান মত কনফিগার করে নিবে। উল্লেখ্য অনেক সময় আপনাকে কনফিগার করার সময় অপশন যোগ করতে হবে। কনফিগার অপশনসমুহ দেখার জন্য টার্মিনালে নিচের মত করে লিখুন।
./configure --help

make

আপনার সিস্টেমের জন্য তৈরী করবে।
make check

ইনস্টল করার পুর্বে চেক করবে (যদি কোন এরর থাকে দেখাবে)।
make install

আপনার সিস্টেমে ইনস্টল করবে।




১১। ফায়ারফক্স ইনস্টলেসান পদ্বতি
জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স আপডেট হচ্ছে নিয়মিত এ্যাড হচ্ছে নতুন ফিচার, কিন্তু আপনি চাইলেই সাথে সাথে এ সুবিধাটা ভোগ করতে পারবেননা কারন ফায়ারফক্সের RMP ভার্সন আসে একটু দেরিতে। কিন্তু আপনি চাইলে সোর্স থেকে লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিতে পারেন। সোর্স থেকে ফায়ারফক্স ইনস্টলেসান ধাপ অন্য সফটওয়ার হতে একটু ভিন্ন আর এজন্য এই টিপস।
প্রথমে ডাউনলোড করে নিন লেটেস্ট ভার্সন। তারপর ফাইলটাকে extract করেন
tar -zxvf firefox*

এখন extract করা ফোল্ডারটাকে মুভ করেন /usr/local/bin/ ডাইরেক্টরিতে। (এ জন্য আপনাকে রুট ইউজার হতে হবে)
$ su
< password >
mv firefox /usr/local/bin/

এবার রুট থেকে বের হয়ে আসুন Ctrl+D
টার্মিনালে নিচের মত করে লিখুন।
"alacarte" অথবা "kmenuedit"

একটা নতুন এন্ট্রি তৈরী করেন নাম দেন firefox3, কমান্ড লাইনে লিখুন /usr/local/bin/firefox/firefox কারন ওখানেই আপনার নতুন firefox-এর বাইনারি ফাইল রয়েছে। আইকন সিলেক্ট করেন ফায়ারফক্সের জন্য (আপনার পছন্দ)
সেইভ করে বেরিয়ে আসুন।


১২। Java plugin ইনস্টল ফায়ারফক্সে
লেটেস্ট Java
ডাউনলোড করে ইনস্টল করেন (আর পি এম বাইনারীটা ভালো-rpm.bin)।
এবার ফায়ারফক্সের জাভা প্লাগইনের জন্য symbolic link তৈরী করতে হবে। টার্মিনালে নিচের মত করে লিখুন।
ln -s /usr/java/jre1.6.0_07/plugin/i386/ns7/libjavaplugin_oji.so /usr/lib/mozilla/plugins/

ডিসট্রো ও ভার্সান ভেদে একটু ভিন্ন হতে পারে। পদ্বতি একই।
ফায়ারফক্স বন্ধ করে আবার রান করেন।

ফায়ারফক্সের ১০০ টিপস পাঠ ৪

মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা
ফায়ারফক্সের বাংলা ফন্ট সেটিংস ঠিক আছে?
Tools>> Options>> Content>> Click advanced in Fonts & Colors section>> Fonts for-Bengali

-এখান থেকে নীচের ছবির মত অপশনগুলো সেট করুন:


ফায়ারফক্সের ১০০ টিপস পাঠ ৫

MozBackup ফায়ারফক্সের ব্যাকআপ/রিস্টোর টুল

যারা ফায়াফক্সে অভ্যস্ত হয়ে গেছেন তারা বুঝতে পারেন পিসি ফরম্যাট করে নতুন ইনস্টল করা কি ঝামেলা। কারন ফায়ারফক্সের এক্সটেনশন,থিম, কুকি, পাসওয়ার্ড ইত্যাদি পিসি ফরম্যাটের আগে ব্যাকআপ না নিলে সব শেষ। বিভিন্নভাবে ফায়ারফক্সের ব্যাকআপ নেওয়া যায় তবে MozBackup ব্যবহার করে ব্যাকআপ/রিস্টোর করা কয়েকটা ক্লিকের কাজ মাত্র। MozBackup ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ডাউনলোড হয়ে গেলে MozBackup রান করুন। Next দিন। Backup বাইডিফল্ট সিলেক্ট করা থাকে নিচের বক্স থেকে ফায়ারফক্স সিলেক্ট করে Next দিন। default সিলেক্ট করুন। ব্রাউজ করে ব্যাকআপ কোথায় সেভ হবে দেখিয়ে দিন। Next দিন ব্যাকআপ পাসওয়ার্ড প্রটেক্টেড করবেন কিনা জিজ্ঞেস করবে No দিন। সবগুলো বক্সে টিক মার্ক দিয়ে Next দিন। Firefox 2.0.0.3 (en-US) – 2007-04-09.pcv নামের একটা ফাইলে ব্যাকআপ হয়ে যাবে। রিস্টোর করার দরকার হলে Backup এর পরিবর্তে Restore সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপগুলো শেষ করতে হবে।
ফায়ারফক্সের ১০০ টিপস পাঠ ৬

ফায়ারফক্সের পিসির মেমরি ব্যবহার কিভাবে কমাবেন?
ফায়ারফক্স পিসির মেমরি একটু বেশিই দখল করে,কিন্তু অাপনি খুব সহজেই এটিকে অারো কমিয়ে অানতে পারেন। এজন্য অাপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। ফায়ারফক্সের এড্রেস বারে(যেখানে অাপনি ওয়েবের এড্রেস লিখেন) টাইপ করুন: about:config
২।একটি উইন্ডো অাসবে ফায়ারফক্সের ভিতরেই
৩। এখান থেকে খুজে বের করুন : config.trim_on_minimize
৪। এটিতে রাইট বাটন বা ডাবল ক্লিক করে এর মান পরিবর্তন করে দিন(অাপনাকে কিছুই করতে হবে না,শুধু রাইট বাটন বা ডাবল ক্লিক করলেই হবে)
৫। কনফিগার করার পর ফায়ারফক্স রিস্টার্ট দিন।